skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeলাইফস্টাইলরাস্তায় ঘুরে বেড়ায় পশু, নেই কোনও ট্রাফিক সিগন্যালও, জানেন কোথায়?

রাস্তায় ঘুরে বেড়ায় পশু, নেই কোনও ট্রাফিক সিগন্যালও, জানেন কোথায়?

দূষণ হোক বা মহামারি, কাউকেই ঘেঁষতে দেয় না এই দেশ

Follow Us :

কলকাতা: রাস্তাঘাটে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করতে ট্র্যাফিক সিগনাল সব দেশের সব রাস্তায়ই আছে। এটাই তো স্বাভাবিক তাই না? এটাই তো সারা বিশ্বের নিয়ম। ট্রাফিক সিগন্যালই তো সঠিক সংকেত দেয়। যাতে যানজটের সমস্যা না হয়। এছাড়াও দুর্ঘটনা নিয়ন্ত্রন করে এই সিগন্যালই কিন্তু।

কিন্তু জানেন কি, এমন একটি দেশ আছে যেখানে কোথাও কোনও ট্র্যাফিক সিগনাল নেই? সেই দেশতি কিন্তু বেশি দূরে নয়। আমাদের প্রতিবেশী দেশ ভুটান। এদেশের ট্র্যাফিক নিয়ম যেমন কঠোর, তেমনই সচেতন এদেশের নাগরিকরাও। তবে জানেন না অনেকেই, এই দেশে কিন্তু কোনও রাস্তায় ট্র্যাফিক সিগন্যাল নেই। আরও জানলে অবাক হবেন, এই ট্রাফিক সিগন্যাল না থাকায় কিন্তু কোনও ট্রাফিক জ্যামও কিন্তু হয় না এই দেশে। সেখানে ট্র্যাফিক পুলিশরাই গাড়ি এবং রাস্তার সিগন্যাল নিয়ন্ত্রণ করে থাকেন।

আরও পড়ুন: কানাডার আকাশে-বাতাসে শারদের উৎসবের ছোঁয়া

রাষ্ট্রপুঞ্জের সমীক্ষা অনুযায়ী, ভুটান বিশ্বের সবচেয়ে সুখি দেশ। দূষণ হোক বা মহামারি, ভুটান কাউকেই তার কাছে ঘেঁষতে দেয় না। ভুটানে শিল্প ও যানবাহনের সংখ্যা কিন্তু নেহাতই কম, যার ফলে কার্বন নির্গমণের পরিমাণও এখানে খুব কম। ফলে এখানে অক্সিজেন বেশি নির্গত হয়।

এছাড়াও জানেন কি? ভুটানে মানুষ এবং পশুপাখির মধ্যে রয়েছে অনেক ভালোবাসা। এখানকার রাস্তায় রাস্তায় মানুষদের সংগেই ঘুরে ঘুরে বেড়ায় সেখানকার পশুরাও। মূলত এই কারণেও কিন্তু এই দেশে যানবাহনের গতি কম রাখতে হয়। প্রতিটি মোড়ে এবং প্রধান সড়কে ট্র্যাফিক পুলিশ থাকে। তারাই ট্র্যাফিক নিয়ন্ত্রণ করেন। এছাড়াও এই দেশে কিন্তু রয়েছে সবুজের চাদরে মোড়া।

অন্য খবর পড়ুন:

RELATED ARTICLES

Most Popular